শান্তিনিকেতন সাহিত্যপথ ফেসবুক পেজে রচনাপ্রকাশের নিয়মাবলি
১। কবিতা, গল্প, ভ্রমণকাহিনি, ফিচার, প্রবন্ধ, সাহিত্য-সংস্কৃতিক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্বের সাক্ষাৎকার ইত্যাদি ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
২। অভ্র কীবোর্ডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
৩। লেখা পাঠাবেন sahityapathpatrika@gmail.com এ।
৪। লেখার সঙ্গে নিজের সংক্ষিপ্ত পরিচিতি এবং পাশপোর্ট ছবি যুক্ত করবেন।
৫। লেখা মনোনীত হলে সর্বাধিক তিন মাস সময়কালের মধ্যে লেখা প্রকাশ করা হয়।
৬। কোনো প্রকার রাজনৈতিক লেখা অথবা ব্যক্তিগত আক্রমণমূলক লেখা সাহিত্যপথ ফেসবুক পেজে প্রকাশ করা হয় না।
৭। ভারতবর্ষের চিরন্তন ঐতিহ্যমূলক রচনাপ্রকাশ করা সাহিত্যপথ ফেসবুক পেজের বৈশিষ্ট্য।
৮। তরুণ সাহিত্যিকদের রচনাপ্রকাশে অগ্রাধিকার দেওয়া হয়।
৯। অন্যত্র প্রকাশিত রচনা এই ফেসবুক পেজে পুনরায় প্রকাশ করা হয় না।